দেশজুড়ে
১০ প্রেমিক-প্রেমিকাকে আটক
ঢাকা অর্থনীতি ডেস্কঃ কিশোরগঞ্জের নিকলী উপজেলার বেড়িবাঁধ এলাকায় সোয়াইবা আবাসিক হোটেলে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে ১০ প্রেমিক-প্রেমিকাকে আটক করেছে পুলিশ।
গতকাল সোমবার ওই হোটেলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তবে আটককৃতদের নাম-পরিচয় প্রকাশ করেনি পুলিশ।
মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন নিকলী থানার ওসি আখারুজ্জামান খাঁন। তিনি জানান, সোমবার দুপুরে ৯৯৯ থেকে ফোন পেয়ে অভিযান চালানো হয়। অভিযানকালে বেড়িবাঁধ এলাকায় সোয়াইবা আবাসিক হোটেলে অনৈতিক কাজে জড়িত পাঁচ মেয়ে ও পাঁ ছেলেসহ ১০ জনকে হাতেনাতে আটক করা হয়েছে। একই সঙ্গে হোটেল ম্যানেজার রিয়াজ উদ্দিন ও কেয়ারটেকার দীপুকে আটক করা হয়েছে। মঙ্গলবার তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।
তিনি আরো জানান, আটকৃতরা সবাই বিভিন্ন উপজেলার কলেজের শিক্ষার্থী। তারা বলেছেন, তাদের মধ্যে প্রেমের সম্পর্ক আছে। তবে অনৈতিক ও সামাজিক অবক্ষয়রোধে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
/এন এইচ