বিশ্বজুড়ে

১০ ঘণ্টা ৫ মিনিট গাছকে জড়িয়ে ধরে বিশ্ব রেকর্ড

ঢাকা অর্থনীতি ডেস্কঃ বিশ্বের নানা অদ্ভুত কাণ্ড করে বিশ্ব রেকর্ড গড়ছেন মানুষেরা। এবার তেমনি অদ্ভুত কাণ্ড করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম লেখালেন যুক্তরাষ্ট্রের টেনেসি প্রদেশের নারী অ্যাড্রিন লং। ১০ ঘণ্টা ৫ মিনিট গাছকে জড়িয়ে ধরে বিশ্ব রেকর্ড করেছেন তিনি।

সংবাদ মাধ্যমের খবর, অ্যাড্রিন লং নামের মার্কিন এ নারী রেকর্ড থেকে প্রায় দুই ঘণ্টা্ বেশি সময় গাছকে জড়িয়ে ধরে রাখেন। এর আগে গাছকে জড়িয়ে ধরার রেকর্ড পরিমাণ সময় ছিল ৮ ঘণ্টা ১৫ মিনিট।

এদিকে এ রেকর্ড গড়ার পেছনের কারণ জানা যায়নি। ১৯৭৩ সালে ভারতের উত্তরাখণ্ডে গাছ ও বন রক্ষার জন্য গাছকে জড়িয়ে ধরে ‘চিপকো আন্দোলন’ হয়েছিল।

তৎকালীন কারখানা স্থাপনের জন্য আমলারা ১০০ গাছ কাটতে উদ্যোগ নেন। এ কর্মকাণ্ডে বাধা হয়ে দাঁড়ান গ্রামের দুই যুবক সুন্দরলাল বহুগুনা ও চণ্ডীপ্রসাদ ভট্ট। গাছকে জড়িয়ে ধরে সেই উদ্যোগের বিরোধিতা করেছিলেন তারা।

সূত্রঃটাইমস নাউনিউজ।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close