দেশজুড়েপ্রধান শিরোনাম

১টি ট্রেনের ইঞ্জিন বিকলে আটকা পড়ল ১০টি ট্রেন

ঢাকা অর্থনীতি ডেস্কঃ সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় রাজশাহী এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। রাজশাহী এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ায় ওই রুটে ১০টি ট্রেন আটকা পড়েছে।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকাল সোয়া ৮টার দিকে ঢাকা-ঈশ্বরদী রেল সড়কের ঝাঐল টেক আপ পয়েন্টের ১০০ গজ দূরে ইঞ্জিন বিকলের এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা রাজশাহী এক্সপ্রেস ট্রেনটি সকাল ৮টায় জামতৈল রেলওয়ে স্টেশন অতিক্রম করে। ট্রেনটি সকাল সোয়া ৮টার দিকে উপজেলার ঝাঐল টেক আট পয়েন্ট পার হওয়ার ১০০ মিটার অতিক্রম করলে ইঞ্জিন বিকল হয়ে যায়। এতে ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। তবে জামতৈল রেলওয়ে স্টেশনে থাকা বনলতা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন খুলে বিকল ট্রেনটিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশনে স্থানান্তরের প্রক্রিয়া চলছে। ট্রেনটি বঙ্গবন্ধু সেতু পশ্চিমাঞ্চল রেলওয়ে স্টেশনে পৌঁছালে রেল যোগাযোগ স্বাভাবিক হবে।

জামতৈল রেলওয়ে স্টেশনের মাস্টার আব্দুর রহমান বলেন, ট্রেন বিকল হওয়ার খবর পেয়ে পশ্চিমাঞ্চল রেল বিভাগের লোকজন ঘটনাস্থলে যান। বেলা ১১টা পর্যন্ত ট্রেনটি আটকে থাকায় উভয় পাশে ঢাকা ও খুলনা, রাজশাহী এবং ঈশ্বরদীর অন্তত ১০টি ট্রেন আটকা পড়েছে।

পশ্চিমাঞ্চল রেলওয়ে বিভাগের পাকশীর ব্যবস্থাপক (ডিআরএম) আহসান উদ্দিন ভুইয়া বলেন, বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ঝাঐল ওভার ব্রিজের কাছে রাজশাহী এক্সপ্রেস ট্রেনটির ইঞ্জিন হঠাৎ বিকল হয়ে যায়। অন্য ট্রেনের ইঞ্জিন দিয়ে বিকল ইঞ্জিনটি বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ে সয়দাবাদ স্টেশনে আনার প্রক্রিয়া চলছে।

তিনি বলেন, এরই মধ্যে বিভিন্ন রুটের কয়েকটি ট্রেন আটকা পড়েছে। বিকল ইঞ্জিনটি সরানো গেলে ট্রেন চলাচল স্বাভাবিক হবে। বেশি সময় লাগবে না। দু’তিন ঘণ্টা সময় লাগতে পারে।

Related Articles

Leave a Reply

Close
Close