দেশজুড়েস্বাস্থ্য

হ্যান্ড স্যানিটাইজার বানাবে মদ বানানো প্রতিষ্ঠান কেরু

ঢাকা অর্থনীতি ডেস্কঃ বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্তের পর থেকেই দেশে চাহিদা বেড়েছে হ্যান্ড স্যানিটাইজারের। বাড়তি এই চাহিদা মেটাতে পণ্যটির উৎপাদন শুরুর সিদ্ধান্ত নিয়েছে কেরু অ্যান্ড কোং (বাংলাদেশ) লিমিটেড।

শনিবার (২১ মার্চ) এ তথ্য জানিয়েছেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক জাহিদ আলী আনসারি।

তিনি জানান, “সারাদেশে করোনাভাইরাস আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এই মুহূর্তে যেটা দরকার সেটা হলো, প্রত্যেককে ভালোভাবে নিজের হাতসহ বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ জীবনমুক্ত রাখা। বাজারে যে সকল জীবাণু মুক্তকারী হ্যান্ড স্যানিটাইজার রয়েছে তার সবই স্পিরিট থেকে তৈরি করা হয়। আর কেরু অ্যান্ড কোম্পানির স্পিরিট বিশ্বব্যাপী সমাদৃত। এজন্যই সিদ্ধান্ত নেওয়া হয়েছে জনগণের হাতের নাগালে স্বল্পমূল্যে হ্যান্ড স্যানিটাইজার উৎপাদনের।”

উৎপাদনের পর বাজারে কেমন মূল্য হতে পারে জানতে চাওয়া হলে তিনি জানান, প্রতি ১০০ মিলি বোতলের দাম পড়বে মাত্র ৬০ টাকা। রবিবার (২২ মার্চ) সকাল থেকে পরীক্ষামূলকভাবে উৎপাদনের সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি।

আগামী সোমবার প্রাতিষ্ঠানিকভাবে স্যানিটাইজারটির উৎপাদন উদ্বোধনের পরিকল্পনা নেওয়া হয়েছে ও মঙ্গলবার থেকে বাজারজাত করার পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।

/আরএম

Related Articles

Leave a Reply

Close
Close