তথ্যপ্রযুক্তি
হোয়াটসঅ্যাপে চালু হলো ‘কল ওয়েটিং’ ফিচার
ঢাকা অর্থনীতি ডেস্কঃ চাইলে মোবাইল ফোনের চালু থাকা কল কেটে নতুন কলও রিসিভ করা যাবে। এছাড়া কল শেষ করে সেই ব্যক্তির সঙ্গে যোগাযোগের সুযোগও মিলবে। এমন সুবিধা নিয়ে কল ওয়েটিং ফিচার চালু করেছে মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ।
আইওএস অপারেটিং সিস্টেম ব্যবহারকারীদের জন্য এ সুবিধা চালু করলো হোয়াটসঅ্যাপ। নতুন এ সুবিধা চালুর ফলে কোনো বন্ধুর সঙ্গে অডিও-ভিডিও কল করার সময় অন্য কেউ কল করলে তা জানা যাবে।
এর আগে স্বয়ংক্রিয় ‘ভয়েস মেসেজ’ সুবিধা চালু করে হোয়াটসঅ্যাপ। ব্যবহারকারীদের কাছে আসা একাধিক ‘ভয়েস মেসেজ’ আলাদাভাবে ক্লিক করার বদলে স্বয়ংক্রিয়ভাবে একটির পর একটি শোনার সুযোগ দিয়ে থাকে ফিচারটি।
/এএস