দেশজুড়েপ্রধান শিরোনাম

হেরোইনসহ মিরপুরের কুখ্যাত মাদক ব্যবসায়ী এক নারী গ্রেফতার

ঢাকা অর্থনীতি ডেস্কঃ বৃহস্পতিবার মধ্যরাতে র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল সিনিয়র এএসপি সাগর দিপা বিশ্বাস এর নেতৃত্বে পল্লবী থানাধীন মিল্লাত ক্যাম্প এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানকালে ০১ কেজি ৭০৭ গ্রাম হেরোইন ও মাদক বিক্রিত নগদ ২,৩৬,২৮৫/- টাকা এবং মাদকের কাজে ব্যবহৃত ০২ টি মোবাইল ফোনসহ ঢাকার মহিলা মাদক সম্রাজ্ঞী ডন আসামী মোছাঃ আনোয়ারী (৪০), জেলা-ঢাকা’কে গ্রেফতার করতে সমর্থ হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, উক্ত আসামী দীর্ঘদিন যাবৎ লোক চক্ষুর আড়ালে দেশের বিভিন্ন স্থান হতে অবৈধ মাদকদ্রব্য হেরোইন সংগ্রহ করে রাজধানীর পল্লবীসহ বিভিন্ন এলাকায় মাদক বিক্রেতাদের নিকট বিক্রয় করে আসিতেছে। তার বিরুদ্ধে রাজধানীর পল্লবী থানায় মাদক সংশ্লিষ্ট ৪ টি মামলাসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এছাড়াও জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে নিজেকে মাদক সম্রাজ্ঞী হিসেবে স্বীকার করে।

উপরোক্ত বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close