দেশজুড়েপ্রধান শিরোনাম

হেফাজত নেতা মামুনুল হক সাত দিনের রিমান্ডে

ঢাকা অর্থনীতি ডেস্কঃ রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকায় নাশকতার অভিযোগে করা মামলায় হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরীর সাধারণ সম্পাদক মামুনুল হকের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা মহানগর হাকিম দেবদাস চন্দ্র অধিকারীর আদালত এ রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড আদেশের পরে আদালত থেকে মামুনুল হককে রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেয়া হয়েছে।

এর আগে, সোয়া ১১টার দিকে ডিবি কার্যালয় থেকে মামুনুল হককে আদালতে নেয়া হয়। এদিন ২০২০ সালের মোহাম্মদপুর থানার একটি ভাঙচুর ও নাশকতার মামলায় তাকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা।

অপরদিকে মামুনুল হকের আইনজীবী তার রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত এ আদেশ দেন।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close