দেশজুড়েপ্রধান শিরোনাম
হেফাজতে ইসলামের বিরুদ্ধে সরকার মামলা করেনিঃ স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা অর্থনীতি ডেস্কঃ হেফাজত ইসলামের সাবেক আমির আহমদ শফীর মৃত্যুর ঘটনায় তার স্বজনদের করা মামলায় সরকারের কোনো হাত নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) দুপুরে খাগড়াছড়ি আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ে আয়োজিত ই-পাসপোর্ট উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, যে কেউ চাইলে অন্যায়ের প্রতিবাদ করতে পারে। মামলা করা নাগরিক অধিকার। এখানে সরকারের কিছু করার নেই।
এসময় দেশজুড়ে ভাস্কর্যের নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, হাইকোর্টে ভাস্কর্যের নিরাপত্তা নিয়ে একটি নির্দেশ রয়েছে। সরকার সে অনুযায়ী কাজ করে যাচ্ছে। আমাদের ইতিহাসের অংশ ভাস্কর্য। সবার দায়িত্ব এটি রক্ষা করার।
/এন এইচ