বিশ্বজুড়ে

খাশোগি হত্যাকাণ্ডে আটজনকে কারাদণ্ড দিলো সৌদি আদালত

ঢাকা অর্থনীতি ডেস্কঃ সৌদি ভিন্নমতাবলম্বী সাংবাদিক জামাল খাশোগিকে হত্যার ঘটনায় অভিযুক্ত আটজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে সৌদি আরবের এক আদালত।

সোমবার আদালত এ মামলার চূড়ান্ত রায়ে অভিযুক্ত আট ব্যক্তিকে সাত থেকে বিশ বছরের কারাদণ্ড দেয় বলে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আল-এখবারিয়া’র বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে।

রয়টার্স জানায়, অভিযুক্ত আটজনের মধ্যে পাঁচ জনকেই বিশ বছরের, এক জনকে দশ বছরের এবং বাকি দু’জনকে সাত বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।

উল্লেখ্য, ২০১৮ সালে তুরস্কের ইস্তাম্বুল শহরে অবস্থিত সৌদি দূতাবাসে নিজের বিয়ের জন্য প্রয়োজনীয় কাগজ সংগ্রহ করতে গিয়ে হত্যাকাণ্ডের শিকার হন সাংবাদিক জামাল খাশোগি। এ ঘটনায় সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের জড়িত থাকার অভিযোগ ওঠে। তবে সৌদি সরকার এ অভিযোগকে অস্বীকার করে আসছে।

এদিকে আলোচিত এই হত্যাকাণ্ডের ঘটনায় সৌদি আরবে সুষ্ঠু বিচার হওয়া নিয়ে প্রশ্ন ওঠায় তুরস্ক সরকার নিজ উদ্যোগে এই হত্যা মামলার বিচার শুরু করেছে।
/এন এইচ

Related Articles

Leave a Reply

De la tragedie la comedie: 5 spectacole de familie care
Close
Close