বিনোদন

হৃদয় খানের সঙ্গে আফ্রির আংটি বদল

ঢাকা অর্থনীতি ডেস্কঃ তরুণ প্রজন্মের মডেল-অভিনেত্রী আফ্রি সেলিনা বাগদান সারলেন। শুক্রবার সন্ধ্যায় এই বাগদান অনুষ্ঠিত হয়। আফ্রির মায়ের পছন্দেই সবকিছু হয়েছে। পাত্র হৃদয় খান পেশায় একজন ব্যবসায়ী। এমনটাই জানালেন আফ্রি।

শুক্রবার রাতে রাজধানীর বসুন্ধরার আফ্রির নিজ বাসায় এক ঘরোয়া আয়োজনে দুই পরিবারের সম্মতিতে আংটি বদল হয় তাদের। এ বছরের শেষের দিকে বিয়ের অনুষ্ঠান করার পরিকল্পনা রয়েছে। নতুন জীবনের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন আফ্রি।

‘স্বপ্ন যে তুই’ ছবির মাধ্যমে নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন আফ্রি। প্রথম্ ছবিতেই প্রশংসিত হন তিনি। এরপর ‘নীলফড়িং’ নামে ছবিতে অভিনয় করেন। ছবিটি এখন মুক্তির অপেক্ষায় রয়েছে।
/আরএম

Related Articles

Leave a Reply

Close
Close