প্রধান শিরোনামশিক্ষা-সাহিত্য
হৃদরোগে আক্রান্ত হয়ে জাবি শিক্ষার্থীর মৃত্যু
ঢাকা অর্থনীতি ডেস্কঃ হৃদরোগে আক্রান্ত হয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের এক শিক্ষার্থী আজ মঙ্গলবার ভোরে মারা গেছেন।
দ্বিতীয় বর্ষে পড়ুয়া ওই শিক্ষার্থীর নাম মেহেদী হাসান। তিনি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলে থাকতেন।
সরকার ও রাজনীতি বিভাগের সভাপতি ড. নাসরীন সুলতানা বিষয়টি নিশ্চিত করেন।
পরিবারের সদস্যদের বরাত দিয়ে নাসরীন সুলতানা বলেন, ‘আজ ভোর ৫টার দিকে অসুস্থ বোধ করায় মেহেদীকে সাইকেলযোগে যশোরের স্থানীয় এক হাসপাতালে নেওয়া হচ্ছিল। নেওয়ার পথে সাইকেল থেকে পড়ে হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে বলে শুনেছি।’
মেহেদী হাসানের ছোট ভাই মোহাম্মদ সোহাগ হাসান জানান, ‘বেশ কিছুদিন ধরে মেহেদীর হার্টে সমস্যা দেখা দেয়। চিকিৎসক তার হার্টে রিং পরানোর পরামর্শ দেন। কিন্তু করোনা মহামারির কারণে সুযোগ হয়ে উঠেনি। আজ সকালে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক হার্ট অ্যাটাকে মারা গেছেন বলে নিশ্চিত করেন।’
মেধাবী এই শিক্ষার্থীর মৃত্যুতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
/এন এইচ