বিশ্বজুড়ে

হুতিদের আক্রমণে টেসলার গাড়ি উৎপাদন বন্ধ রাখার ঘোষণা

ঢাকা অর্থনীতি ডেস্ক: বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা, দুই সপ্তাহের জন্য জার্মানির বার্লিনের কারখানায় উৎপাদন বন্ধ রাখার ঘোষণা দিয়েছে। গাড়ির সরঞ্জামের অভাবে এমন সিন্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে কোম্পানিটি। খবর রয়টার্সের।

বিবৃতি তাদের অভিযোগ, লোহিত সাগরে ইরান সমর্থিত হুথি বাহিনীর আক্রমণের ফলে ব্যাহত হচ্ছে সরঞ্জাম আনার প্রক্রিয়া।

এক বিবৃতিতে তারা জানায়, সরঞ্জামের অভাবে আগামী ২৯ জানুয়ারি থেকে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত রাজধানীর গিগাফ্যাক্টরির কিছু অংশ ছাড়া সব রকম উৎপাদন কার্যক্রম বন্ধ থাকবে।

এদিকে হুতি বিদ্রোহীদের বড় হামলা মোকাবেলায় ইয়েমেনে আগ্রাসন শুরু করেছে মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা জোট। বৃহস্পতিবার থেকে শুরু হয়ে শুক্রবার রাতভর চলে একেরপর হামলা। ইয়েমেনের ভূখণ্ডে মার্কিন জোটের হামলায় মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছে বিভিন্ন দেশ।

/এএস

Related Articles

Leave a Reply

Close
Close