আমদানি-রপ্তানীশিল্প-বানিজ্য
হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ
ঢাকা অর্থনীতি ডেস্কঃ মুসলমানদের পবিত্র আশুরা উপলক্ষে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তর দিনাজপুরের হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানিসহ সকল কার্যক্রম বন্ধ থাকবে বলে জানিয়েছেন হিলি পানামা পোর্ট লিংক কর্তৃপক্ষ।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বন্দরের সকল কার্যক্রম বন্ধ থাকার কথা নিশ্চিত করেছেন হিলি পানামা পোর্ট লিংকের সহকারী ব্যবস্থাপক আশিক কুমার সার্নাল।
তিনি জানান, পবিত্র আশুরা উপলক্ষে মঙ্গলবার স্থলবন্দরের সকল কার্যক্রম বন্ধ থাকবে। আগামীকাল বুধবার (১১ সেপ্টেম্বর) সকাল থেকে বন্দরে যথারীতি সকল প্রকার আমদানি-রপ্তানির কার্যক্রম শুরু হবে।বন্দরে ভারতীয় ট্রাক আনলোডসহ দেশি ট্রাকগুলো লোড হয়ে দেশের বিভিন্ন স্থানে ছেড়ে যাওয়া শুরু করবে।
এদিকে হিলি ইমিগ্রেশন পুলিশ কর্মকর্তা রফিকুজ্জামান জানিয়েছেন, আশুরা উপলক্ষে একদিন বন্দরের সকল কার্যক্রম বন্ধ থাকলেও হিলি চেকপোস্ট দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে পাসপোর্টেধারী যাত্রী যাতায়াত স্বাভাবিক রয়েছে।