আমদানি-রপ্তানীশিল্প-বানিজ্য
হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু
ঢাকা অর্থনীতি ডেস্কঃ ঈদুল ফিতরের টানা এক সপ্তাহ ছুটি শেষে দিনাজপুরের হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে।
রোববার (০৯ জুন) সকাল থেকে বাংলাদেশে প্রবেশ করছে ভারতীয় মালবাহী ট্রাক। ফলে কর্মচাঞ্চল্য ফিরে পেয়েছে বন্দরটি। এর আগে, শবে কদর ও ঈদুল ফিতরের ছুটিতে টানা এক সপ্তাহ বন্দরের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল।
দিনাজপুরের হিলি কাস্টমস সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুর রহমান লিটন সংবাদমাধ্যমে জানান, রোববার সকাল থেকে হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়। সরকারি ছুটি শেষে অফিসের কার্যক্রম পুনরায় শুরু হয়েছে। ব্যবসায়ীরা যাতে দ্রুত তাদের প্রয়োজনীয় পণ্য খালাস নিতে পারে তার জন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা দেওয়া হয়েছে।