বিশ্বজুড়ে

হাসপাতালে নেয়ার পথে চলন্ত বাইকে সন্তান প্রসব!

ঢাকা অর্থনীতি ডেস্কঃ অন্তঃসত্ত্বা নারীকে নেয়া হবে হাসপাতালে। কিন্তু কোনো বাহন পাওয়া যাচ্ছে না। প্রসব যন্ত্রণায় ছটফট করছেন তিনি। বাধ্য হয়ে প্রতিবেশীর মোটর সাইকেলে চড়ে হাসপাতালের উদ্দেশে রওয়ানা। কিন্তু পথেই সন্তান প্রসব হয়ে যায়।

সোমবার (১৪ অক্টোবর) ভারেত পুরশুড়ার শ্রীরামপুর বাজারে এ ঘটনা ঘটে। ওই নারীর নাম পম্পা শীট। ঘটনার পরপরই মা ও সন্তানকে হাসপাতালে নেয়া হয়। বর্তমানে তারা সুস্থ রয়েছে।

হাসপাতালের ডাক্তারের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, নারীটিকে নিয়ে যখন বাইক চলছিল তখন খারাপ রাস্তার ঝাকুনিতে সন্তান প্রসব হয়ে যায়। সন্তান ছিটকে মাটিতে পড়ে যায়। এতে কিছুটা আঘাতপ্রাপ্ত হয়।

চিকিৎসক রোহন পাল বলেন, প্রসবের জেরে ওই নারী কিছুটা জখম হন। অনেকগুলো সেলাই করতে হয়েছে। শিশুটি এখন মায়ের দুধ খাচ্ছে। আশা করি বিপদ এড়ানো গেছে।

Related Articles

Leave a Reply

Close
Close