দেশজুড়েপ্রধান শিরোনামস্বাস্থ্য

হাসপাতালতে অক্সিজেন ও শয্যা বাড়ানোর নির্দেশ

ঢাকা অর্থনীতি ডেস্ক: দেশের হাসপাতালগুলোতে অক্সিজেন সরবরাহ ও করোনা রোগীদের জন্য শয্যা বাড়াতে স্থানীয় প্রশাসনকে নির্দেশনা দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়।

আজ বৃহস্পতিবার (০৮ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর মুখ্যসচিব ড. আহমদ কায়কাউস।

করোনাভাইরাসের তাণ্ডব দেশের গ্রামেগঞ্জে ছড়িয়ে পড়েছে। পরিস্থিতির ভয়াবহতা উচ্চঝুঁকিতে রাজশাহী, খুলনা, কুষ্টিয়া, টাঙ্গাইল ও সাতক্ষীরা জেলা। এখন পর্যন্ত দেশের বিভিন্ন জেলা থেকে প্রায় দেড়শ’ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। গত ২৪ ঘণ্টায় (বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত) ১৩ জেলায় ১৫০ জনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে।

এ পর্যন্ত দেশে কারোনায় মারা গেছেন ১৫ হাজার ৫৯৩ জন।

করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বৃহস্পতিবার (৮ জুলাই) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছেন আরও ৮ হাজার ২১৬ জন এবং আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৩২ হাজার ৩৯ জন।

এ নিয়ে বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় মৃত্যু হলো ৪০ লাখ ১৭ হাজার ২০৮ জনের এবং আক্রান্ত হয়েছেন ১৮ কোটি ৫৮ লাখ ২২ হাজার ৫৭০ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৭ কোটি ৭৭ হাজার ৮২৫ জন।

Related Articles

Leave a Reply

Close
Close