বিনোদন

হানিমুনের ছবি পোস্ট করে বিতর্কিত রাখি

ঢাকা অর্থনীতি ডেস্কঃ বলিউডের বিতর্কিত অভিনেত্রী রাখি সাওয়ান্তর বিয়ের গুঞ্জন অনেক দিন ধরেই শোনা যাচ্ছে। এই অভিনেত্রী গোপনেই বিয়ে করেছেন। ২৮ জুলাই একটি পাঁচতারা হোটেলে তার পছন্দের পাত্রের সঙ্গে চুপিসারে বিয়েটা সেরেই ফেলেছেন রাখি।

আর এই বিয়ের পর বিভিন্ন সময়ে বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে আলোচনায় রয়েছেন তিনি। এবার হানিমুনের ছবি ছড়িয়ে আলোচনায় রাখি সাওয়ান্ত।সম্প্রতি রাখির স্বামী বাথটাবে রাখির নানা পোজের ছবি তুলেছেন।

সেই সব ছবি রাখি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন। ক্যাপশনে রাখি লিখেছেন, ‘আমার ভালোবাসার সঙ্গে পাগলামি ও মজা করছি।’ ছবিগুলো নিয়ে বেশ বিতর্ক চলছে।

স্বামীসম্পর্কে জানতে চাওয়া হলে তিনি জানিয়েছিলেন, তার স্বামী মিডিয়া পছন্দ করেন না। মিডিয়ার বাড়াবাড়ির জন্যই নাকি লুকিয়ে বিয়ে করেছেন রাখি।
/আরএম

Related Articles

Leave a Reply

Osvežující saláty s Recept na
Close
Close