দেশজুড়ে
নয় বছরের শিশুকে ধর্ষণ, রোহিঙ্গা শিক্ষক গ্রেফতার

ঢাকা অর্থনীতি ডেস্কঃ মাত্র নয় বছরের চতুর্থ শ্রেণি পড়ুয়া ছাত্রীকে ধর্ষণের অভিযোগে করা মামলায় এক রোহিঙ্গা শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার কক্সবাজারের টেকনাফের বাহারছড়া ইউপির নিয়নের উত্তর শিলখালী থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার নুরুল হক টেকনাফের স্থানীয় এক রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। তিনি শিলখালী আলহেরা ইবতেদায়ী নুরানী মাদরাসার শিক্ষক।
ধর্ষণের শিকার ওই ছাত্রী একই মাদরাসার চতুর্থ শ্রেণিতে পড়েন।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে টেকনাফ থানার ওসি মো. হাফিজুর রহমান বলেন, মাদরাসায় যাওয়ার পর অভিযুক্ত শিক্ষক ওই ছাত্রীকে আলাদা কক্ষে ডেকে নিয়ে ধর্ষণ করে পালিয়ে যান। পরে ছাত্রীটি বাড়ি ফিরে মাকে ঘটনা সম্পর্কে জানায়। তাৎক্ষণিক পরিবার তাকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করে।
তিনি আরো বলেন, ঘটনার দিন বিকেলে ধর্ষণের শিকার ছাত্রীর বাবা বাদী হয়ে থানায় মামলা করেন। সেই মামলায় শিক্ষক নুরুল হককে গ্রেফতার করা হয়েছে।
কক্সবাজার সদর হাসপাতালের চিকিৎসক নওশাদ রিয়াদ বলেন, শিশুটির প্রচুর রক্তক্ষরণ হয়েছে। তাকে হাসাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
/এন এইচ