প্রধান শিরোনাম
হাজী সেলিম ও ইরফানের সম্পদের তথ্য সংগ্রহ করছে দুদক
ঢাকা অর্থনীতি ডেস্কঃ ঢাকা-৭ আসনের এমপি হাজী সেলিম ও তার পুত্র রাজধানীর ৩০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ইরফান সেলিমের অবৈধ সম্পদের প্রাথমিক তথ্য সংগ্রহ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার দুপুরে দুদক প্রধান কার্যালয়ে কমিশনার (অনুসন্ধান) মো. মোজাম্মেল হক খান সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান।
মোজাম্মেল হক খান জানান, এমপি হাজী সেলিম ও তার ছেলে কাউন্সিলর ইরফান সেলিমের অবৈধ সম্পদের তথ্য-উপাত্ত সংগ্রহ করা হচ্ছে। এসব যদি দুদক আইনে তফসিলভুক্ত হয় তাহলে তা নিয়ে অনুসন্ধান করা হবে।
তিনি আরো জানান, অবৈধ সম্পদের বিষয়গুলো যদি দুদকের শিডিউলের সঙ্গে সম্পর্কিত হয় এবং শিডিউলভুক্ত অপরাধের শামিল হয় তাহলে আমরা পরীক্ষা-নিরীক্ষা করে দেখবো এবং দুদকের আইনে পরে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সরকারের জায়গা বা সম্পত্তি যা’ই হোক, যদি দখল হয় তাহলে দুদক আইনের আওতাভুক্ত হলে সেই বিষয়ে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন কমিশনার (অনুসন্ধান) মো. মোজাম্মেল হক খান।
/এন এইচ