দেশজুড়েপ্রধান শিরোনাম
হাওর অঞ্চলের প্রতিটি সড়ক হবে এলিভেটেড: প্রধানমন্ত্রী
ঢাকা অর্থনীতি ডেস্কঃ ভবিষ্যতে হাওর অঞ্চলে জনসাধারণের চলাচলের জন্য নির্মিত সব সড়ক এলিভেটেড হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘আগামীতে হাওর অঞ্চলের প্রতিটি রাস্তা হবে এলিভেটেড। এটা মাটি ভরাট করে না, এলিভেটেড করা হবে। যাতে বর্ষাকালে পানির প্রবাহ ঠিক থাকে, মাছ চলাচল করতে পারে।’
আজ মঙ্গলবার(২৮ ফেব্রুয়ারি) হাওর অধ্যুষিত মিঠামইনে নবনির্মিত বীর মুক্তিযোদ্ধা আবদুল হামিদ সেনানিবাস উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের নামেই সেনানিবাসের নামকরণ করা হয়।
হাওর এলাকার মানুষের জীবনসংগ্রামের কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, ‘মিঠামইন এলাকাটি বর্ষাকালে ছোট ছোট দ্বীপের মতো হয়ে যায়। এখন ঠিক তার বিপরীত। এখন আমরা দেখছি ফসলে ভরে গেছে। রাস্তাঘাট আছে। কিন্তু বর্ষাকালে ভিন্ন চেহারা। এই অঞ্চলের মানুষকে জীবনযুদ্ধে প্রতিনিয়ত লড়াই করতে হয়।’
মিঠামইনে বীর মুক্তিযোদ্ধা আবদুল হামিদ সেনানিবাসটি রাষ্ট্রপতির বাড়ির পাশে ঘোড়াউত্রা নদীর চরে নির্মিত। সরকারপ্রধান সেটি উদ্বোধনের পর একটি আমগাছের চারা রোপণ করেন। এরপর তিনি সেনানিবাসের প্যারেড গ্রাউন্ডে যান। সেখানে তাঁকে গার্ড অব অনার দেন সেনা সদস্যরা। সেন সদস্যদের উদ্দেশে বক্তব্য দেন সরকারপ্রধান।
/আরএম