ব্যাংক-বীমাশিল্প-বানিজ্য
হাউজ বিল্ডিং ফিন্যান্সের অনুমোদিত মূলধন ১ হাজার কোটি টাকা
ঢাকা অর্থনীতি ডেস্ক: বাংলাদেশ হাউজ বিল্ডিং ফিন্যান্স করপোরেশনের (বিএইচবিএফসি) অনুমোদিত মূলধনের পরিমাণ এক হাজার কোটি এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হবে ৫০০ কোটি টাকা বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
রোববার (৭ নভেম্বর) রাজধানীর হোটেল পূর্বাণী ইন্টারন্যাশনালের দিলকুশা হলে বিএইচবিএফসির ব্যবস্থাপনা পরিচালক আফজাল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত বিএইচবিএফসির ঋণের কিস্তি সোনালী ই-সেবার মাধ্যমে অনলাইনে জমা ব্যবস্থার উদ্বোধনকালে এসব তথ্য জানান অর্থমন্ত্রী।
অর্থমন্ত্রী সংবাদমাধ্যমকে বলেন, বাংলাদেশ হাউজ বিল্ডিং ফিন্যান্স করপোরেশনের ঋণের কিস্তি অনলাইনে জমা ব্যবস্থার প্রবর্তন নিঃসন্দেহে একটি দারুণ উদ্যোগ। এর ফলে গ্রাহক সেবা সহজ এবং দ্রুততর হবে। সোনালী ই-সেবা পদ্ধতি ডিজিটাল বাংলাদেশ প্লাটফর্মে এক অনন্য সংযোজন।
অনুষ্ঠানে বাংলাদেশের কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল মোহাম্মদ মুসলিম চৌধুরী, অর্থ মন্ত্রণালয়ের সচিব আব্দুর রউফ তালুকদার, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহ, এসবিএল পরিচালনা পর্ষদের চেয়ারম্যান জিয়াউল হাসান সিদ্দিকী এবং বিএইচবিএফসি পরিচালনা পর্ষদের চেয়ারম্যান প্রফেসর ড. মো. সেলিম উদ্দিন বক্তব্য রাখেন।