দেশজুড়েপ্রধান শিরোনাম
হাইকোর্ট মোড়ে ৩ মোটরসাইকেলে আগুন
ঢাকা অর্থনীতি ডেস্কঃ হাইকোর্র্ট মোড়ে ৩ টি মোটরসাইকেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে মোটর সাইকেলগুলো কার কিংবা কারা আগুন দিয়েছে এ বিষয়ে নিশ্চিত করে কিছু বলতে পারেনি পুলিশ।
বুধবার (১১ ডিসেম্বর) বিকাল ৪টা ৩৫ মিনিটে জাতীয় ঈদগাহ মাঠের গেটের সামনে এই অগ্নিসংযোগর ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা, জানান, বিকেল সাড়ে ৪টা থেকে পৌনে ৫ টার মধ্যে হাইকোর্ট মোড়ে ও ঈদগাহ মাঠের গেটের সামনে তিনটি মোটরসাইকেলে আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কন্ট্রোল রুমের অপারেটর মো. ফরিদ উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, আগুনের সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়েছে। মোটর সাইকেলগুলো কার কিংবা কারা আগুন দিয়েছে তা আমারা এখনো জানতে পারিনি।