দেশজুড়েপ্রধান শিরোনাম

হাইকোর্টে ৯ জন অতিরিক্ত বিচারপতি নিয়োগ

ঢাকা অর্থনীতি ডেস্কঃ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে দায়িত্ব পালনের জন‌্য ৯ জনকে অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

রবিবার (২০ অক্টোবর) রাষ্ট্রপতির আদেশক্রমে আইন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। পরে বিষয়টি নিশ্চিত করের সুপ্রিম কোর্টের বিশেষ কর্মকর্তা সাইফুর রহমান।

নিয়োগ পাওয়া নতুন বিচারপতিরা হলেন, কাজী এবাদত হোসেন, কে এম জাহিদ সারওয়ার কাজল, কাজী জিনাত হক, মাহমুদ হাসান তালুকদার মিন্টু, ড. জাকির হোসেন, সাহেদ নুর উদ্দিন, ড. আখতারুজ্জামান, এ কে এম জহিরুল হক ও মাহবুবুল ইসলাম।

প্রসঙ্গত, সদ্য নিয়োগ পাওয়া বিচারপতিরা বিধান অনুসারে ২ বছরের জন্য অস্থায়ী ভিত্তিতে দায়িত্ব পালন করবেন। এরপর কর্ম দক্ষতার ওপর নির্ভর করে তাদের স্থায়ী নিয়োগ দেবে সরকার।

#এমএস

Related Articles

Leave a Reply

Close
Close