প্রধান শিরোনামশিক্ষা-সাহিত্য
হলের আসন নিশ্চিতের দাবীতে জাবির ছাত্রীদের মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলে আসন নিশ্চিতের দাবিতে মানববন্ধন করেছেন হলটির ৩৮ জন ছাত্রী।
মঙ্গলবার ( ০৯ জুলাই) সকালে বিশ্ববিদ্যালয়ের পুরনো প্রশাসনিক ভবনের সামনে বিভিন্ন বিভাগের ৪৭তম ব্যাচের (দ্বিতীয় বর্ষ) মেয়েরা এ মানববন্ধন করেন।
ছাত্রীরা জানান, ২০১৭-১৮ শিক্ষাবর্ষের (৪৭তম ব্যাচ) ১১৩ জন ছাত্রীকে সংযুক্ত করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তাদের মধ্যে ৮৭ জনকে হলের কমনরুমে থাকার ব্যবস্থা করা হয়। দীর্ঘ ১৮ মাস ধরে তারা একই কক্ষে অবস্থান করছেন। এ সময়ের মধ্যে বেশ কয়েকবার হলের প্রাধ্যক্ষকে মৌখিক ও লিখিতভাবে সমস্যা সমাধানের দাবি জানান তারা। কিন্তু কোনো সমাধান হয়নি। সর্বশেষ গত সপ্তাহে আসন বরাদ্দের দাবিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর স্মারকলিপি দিতে যান ছাত্রীরা। উপাচার্য তার কার্যালয়ে না থাকায় উপাচার্যের কার্যালয়ের কর্মকর্তাদের হাতে স্মারকলিপি তুলে দেন তারা।
এরপরও দাবি আদায় না হলে কঠোর আন্দোলনে যাবেন বলেও তারা জানান ।