প্রধান শিরোনামশিক্ষা-সাহিত্য

হরতালের সমর্থনে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক: বাম সংগঠনগুলোর ডাকা আধা বেলা হরতালের সমর্থন জানিয়ে প্রায় আধ ঘন্টা ঢাকা আরিচা মহাসড়কে অবস্থান নিয়ে যানচলাচল বন্ধ করে দেয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বাম সংগঠনের নেতাকর্মীরা। এতে এসময় সড়কটিতে শত শত যানবাহন আটকা পড়ে চরম ভোগান্তীর শিকার হন যাত্রীরা।
রোববার সকাল ১০ টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের জাবি প্রান্তিক গেটে হরতালের সমর্থনে এই কর্মসূচি পালিত হয়।
সড়কে অবস্থান নেয়া বাম সংগঠনের নেতাকর্মীরা গ্যাস দাম বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে দ্রুত দাম কমানোর দাবি তুলেন। অন্যথায় সামনের দিনগুলোতে আরও কঠোর কর্মসূচির হুশিয়ারী দেন।
সড়কে বাম নেতাকর্মীদের অবস্থানের খবরে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে তাদের বুঝিয়ে সড়ক থেকে সড়িয়ে দিলে প্রায় আধ ঘন্টা পর সড়কটি দিয়ে যানচলাচল স্বাভাবিক হয়ে আসে।

Related Articles

Leave a Reply

Close
Close