দেশজুড়েপ্রধান শিরোনাম

হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ১৪ জনের

ঢাকা অর্থনীতি ডেস্ক: হবিগঞ্জের নবীগঞ্জে গাছের সঙ্গে ধাক্কা লেগে মাইক্রোবাসের ৮ যাত্রী নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ৪ জন। শুক্রবার (৬ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার তানভিরগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

হবিগঞ্জ পুলিশ জানায়, ১২ জন যাত্রী নিয়ে নারায়ণগঞ্জ থেকে মাইক্রোবাসটি সিলেটের দিকে যাচ্ছিলো। হবিগঞ্জের কান্দিগাঁও এলাকায় পৌঁছালে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে দুমড়েমুচড়ে যায় মাইক্রবাসটি। ঘটনাস্থলেই এক নারীসহ ৮ যাত্রীর মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থল থেকে ৪ জনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সিলেট ওসমানি মেডিকেলে ভর্তি করে।

অন্যদিকে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে রামপুরে শুক্রবার (০৬ মার্চ) ভোর রাতে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে অগ্নিদগ্ধ হয়ে ছয়জন নিহত হয়েছেন। এ সময় দুর্ঘটনার পর সড়কে যানজটের সৃষ্টি হয়। থানা ও হাইওয়ে পুলিশ এসে যানজট নিরসনের কাজ করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত সড়কে যান চলাচল স্বাভাবিক হয়ে আসে।

ব্রাহ্মণবাড়িয়ার বিশ্বরোডের খাঁটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাইনুল ইসলাম জানান, সিলেটগামী মাইক্রোবাসের সঙ্গে ঢাকাগামী বাসের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় মাইক্রোবাসটির সিলিন্ডার গ্যাস বিস্ফোরণে ছয়জন নিহত হন।

দুর্ঘটনায় নিহতদের মধ্যে চারজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- মো. সোহান (২০), মো. সাগর (২২), মো. রিফাত (১৬) ও মো. ইমন (১৯)। তাঁদের বাড়ি নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার দেউলী গ্রামে। মাজার জিয়ারত করতে তাঁরা সিলেটে যাচ্ছিলেন।

Related Articles

Leave a Reply

Close
Close