দেশজুড়ে

হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

ঢাকা অর্থনীতি ডেস্কঃ রাজধানীর তুরাগ থানার ধউর এলাকা থেকে হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. শাহিনুর রহমানকে (৪৪) গ্রেফতার করেছে র‌্যাব।

রোববার (২৬ মার্চ) বিকেলে তাকে গ্রেফতার করা হয়। র‌্যাব-১ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) ও সিনিয়র সহকারী পুলিশ সুপার নোমান আহমদ এ তথ্য জানান।

তিনি বলেন, রোববার বিকেলে র‌্যাব-১ এর একটি আভিযানিক দল খবর পেয়ে রাজধানীর তুরাগ থানার ধউর এলাকায় অভিযান চালায়। এ সময় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড পাওয়া আসামি শাহিনুর রহমানকে গ্রেফতার করা হয়। যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের পাশাপাশি তাকে ২০ হাজার টাকা জরিমানাও করেছিলেন আদালত।

গ্রেফতারের সময় শাহিনুর রহমানের কাছ থেকে একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। তার বাড়ি কুড়িগ্রাম জেলায় বলেও জানান র‌্যাবের এ কর্মকর্তা।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close