বিনোদন

হঠাৎ মন কোথায় যে চলে যায়: শাহতাজ

ঢাকা অর্থনীতি ডেস্কঃ টিভি পর্দা ও মডেলিংয়ে বেশ জনপ্রিয় শাহতাজ মনিরা হাশেম। খুব বেছে বেছে কাজ করেন বলে নাটকে এখন খুব বেশি একটা দেখা যায় না। তবে মাঝে মাঝে বিজ্ঞাপনে নতুনত্ব পেলে সেখানে দেখা মেলে তার।

তবে তার ক্যারিয়ারে টার্নিং পয়েন্ট ‘কলড্রপ’ শিরোনামের একটি টিভিসির মডেল হওয়া। সেই বিজ্ঞাপনে ঝগড়াটে মেয়ের চরিত্রে অভিনয় করে পরিচিতি পেয়ে যান। এই টিভিসি করার পর অনেকেই তাকে ‘কুচিপুচি’ বলে ডাকত। আর তার কারণ বিজ্ঞাপনটিতে শাহতাজ তার বয়ফ্রেন্ডকে এই নামেই ডাকতো। এছাড়া এটির শুটিং এর সময় অনেক মজাও করেছেন বলে জানান তিনি।

নিজের ছোটবেলা নিয়ে শাহতাজ বলেন, তিনি নাকি অন্য বাচ্চাদের চেয়ে আলাদা ছিলেন আর এমনটাই বলতেন তার মা। সারাক্ষণ নিজেকে নিয়েই ব্যাস্ত থাকতেন এই অভিনেত্রী। ভাবুক মন ছিলো তার। শুধু তাই নয় এখনো হঠাৎ মন কোথায় চলে যায় বুঝতেও পারেন না। কার্টুন এই অভিনেত্রীর বেশি পছন্দ বলে জানান।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close