সাভারস্থানীয় সংবাদ
সাভারে অনুমোদনহীন হ্যান্ড স্যানিটাইজার পুড়িয়ে ধ্বংস (ভিডিও)

নিজস্ব প্রতিবেদক: করোনা ভাইরাসের সুযোগ নিয়ে সাভারে অনুমোদনহীন ও নিম্মমানের হ্যান্ড স্যানিটাইজার উৎপাদন ও সরবরাহ করার দায়ে অসাধু প্রতিষ্ঠানকে ২০ হাজার জরিমানা প্রদান করা হয়। এসময় জব্দকৃত মালামাল পুড়িয়ে ধ্বংস করে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (০৭ এপ্রিল) রাতে ঢাকা-আরিচা মহাসড়ের সাভারের উলাইলে যানবাহনে তদারকির চেক পোষ্টে অটোরিকসা করে নিয়ে যাওয়ার সময় এসব মালামাল জব্দ করেন সাভারে নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাহফুজ।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, করোনা সুযোগ নিয়ে সাভার ভার্কুতা এলাকায় মা টেডার্স নামে একটি প্রতিষ্ঠান বিএসটিআই অনুমোদনহীন হ্যান্ড স্যানিটাইজার ও হ্যান্ড ওয়াস তৈরি করে সাভারের বিভিন্ন দোকানে সরবরাহের চেষ্টা করছিলো।
তিনি আরও জানান, জব্দকৃত মালামাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। পাশাপাশি প্রতিষ্ঠানটি ২০ হাজার টাকা জরিমানা করাসহ কারখানা বন্ধের নির্দেশ দেয়া হয়।
ভিডিও দেখুন: