জীবন-যাপন
হজযাত্রীরা যে জিনিসগুলো সঙ্গে নিতে পারবেন!
ঢাকা অর্থনীতি ডেস্কঃ চলতি বছর বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজযাত্রী পবিত্র হজ পালনের জন্য সৌদি আরব যাবেন। এবার বাংলাদেশ বিমানে যারা হজ করতে যাবেন তারা কী কী মালপত্র এবং কী পরিমাণ নিতে পাবেন তা নির্দিষ্ট করে দিয়েছে বিমান কর্তৃপক্ষ।
এ বিষয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানায়, এ বছর একজন হজযাত্রী সর্বোচ্চ ৪৬ কেজি মালামাল নিতে পারবেন। হজযাত্রীরা বিনা খরচে সর্বোচ্চ ২টি করে ব্যাগেজে নিতে পারবেন যার এক একটি ২৩ কেজির বেশি হবে না। এছাড়া প্রত্যেকে পাঁচ লিটার জমজমের পানি দেশে আনতে পারবেন। তবে বিমানে সঙ্গে করে এই পানি আনা যাবে না।
ধারালো কোনও বস্তু, যেমন- ছুরি, কাঁচি, নেইল কাটার, ধাতব নির্মিত দাঁত খিলন, কান পরিষ্কারক, কোনও খাদ্যদ্রব্য, তাবিজ ও গ্যাস জাতীয় বস্তু যেমন অ্যারোসল এবং ১০০ এমএল-এর বেশি তরল পদার্থ ব্যাগেজে নেয়া যাবে না। এছাড়া ব্যাগেজ স্যুটকেস বা ট্রলিব্যাগ হতে হবে। গোলাকৃত বা দড়িবাঁধা ব্যাগ বা অনুরুপ কোনও ব্যাগ নেয়া যাবে না।