দেশজুড়ে
হজযাত্রীদের পাসপোর্ট জরুরি ভিত্তিতে জমা দেওয়ার অনুরোধ
ঢাকা অর্থনীতি ডেস্কঃ চলতি বছরের হজযাত্রীদের ভিসা প্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্যে হজ কার্যক্রমে অংশগ্রহণকারী সকল হজ এজেন্সিকে সংশ্লিষ্ট হজযাত্রীদের মক্কা-মদিনার বাড়ীর ঠিকানা সম্বলিত স্টিকার সংযুক্ত করা মূল পাসপোর্ট জরুরি ভিত্তিতে ঢাকায় হজ অফিসে জমা দিতে বলা হয়েছে। ধর্ম মন্ত্রণালয় থেকে এক বিজ্ঞপ্তিতে এই জরুরি বার্তা দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সৌদি দূতাবাসে হজযাত্রীদের ভিসা প্রক্রিয়া সম্পন্ন করার জন্য পাসপোর্ট পাঠানো শুরু হয়েছে। ফলে ভিসা প্রক্রিয়া সম্পন্নের লক্ষ্যে ঢাকায় হজ অফিসে পাসপোর্ট জমা দিতে সকল হজ এজেন্টগণকে অনুরোধ করা হলো।
পাসপোর্টের সঙ্গে আর যা যা দাখিল করতে বলা হয়েছে তা হলো-সিস্টেম থেকে প্রিন্ট করা হজযাত্রীদের তালিকা- ৩ সেট, পেনড্রাইভে হজযাত্রীদের তালিকা, বাড়ি ভাড়ার প্রমাণপত্র, মোয়াল্লেম ফি পরিশোধের প্রমানপত্র ও বিমান টিকেট।
/আরএম