বিশ্বজুড়ে

হংকং’এ বিক্ষোভকারীদের মুখোশ পরা নিষিদ্ধ

ঢাকা অর্থনীতি ডেস্কঃ হংকং এর মুখ্য নির্বাহী ক্যারি লাম বলেছেন তিনি একটি জরুরি ক্ষমতা পুনরায় চালু করছেন যার ফলে তার সরকার প্রতিবাদ বিক্ষোভে অংশগ্রহণকারীদের মুখ ঢাকা মুখোশ পরা নিষিদ্ধ করতে পারবে।

তিনি বলেন, “একটি দায়িত্বশীল সরকার হিসেবে আমাদের উচিত সহিংসতা বাড়তে না দিয়ে সমাজে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনার জন্য যা যা সম্ভব সব করা”।

লাম এই ঘোষণাটি দেন শুক্রবার মন্ত্রীবর্গ ও উপদেষ্টাদের সাথে বৈঠকের পরে।

মধ্যরাত থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে। এটি অমান্য করলে ১ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।

ওদিকে গণতন্ত্রপন্থী আন্দোলনকারীরা এই পদক্ষেপকে ধিক্কার জানিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে সাহায্যের জন্য আবেদন জানিয়েছেন।

আন্দোলনকারীদের একজন জোশুয়া ওয়ং বলেন সামরিক আইনের সাহায্যে হংকং’এর একটি পুলিশ-রাজ্যে পরিণত হওয়া আটকাতে সারা পৃথিবীর এগিয়ে আসা উচিত।

৫০ বছরেরও বেশি সময়ের মধ্যে এই প্রথম হংকং’এ এমারজেন্সি রেগুলেশন অধ্যাদেশ চালু করা হচ্ছে।

/আরকে

Related Articles

Leave a Reply

Close
Close