আমদানি-রপ্তানীপ্রধান শিরোনামশিল্প-বানিজ্য
Trending

সয়াবিন এক লিটার ১৯২, পাঁচ লিটার ৯৪৫

ঢাকা অর্থনীতি ডেস্কঃ ফের বেড়েছে বোতলজাত সয়াবিন তেলের দাম। ৭ টাকা বেড়ে এখন থেকে বোতলজাত সয়াবিন তেল প্রতি লিটার ১৯২ টাকায় বিক্রি হবে। পাম তেল ৭ টাকা কমে প্রতি লিটার ১৪৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

মিলমালিকদের সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন আজ মঙ্গলবার এ তথ্য জানিয়েছে। তারা জানিয়েছে, মঙ্গলবার থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হবে।

নতুন দাম অনুযায়ী, বোতলজাত সয়াবিন তেল প্রতি লিটার ১৯২ টাকা, পাঁচ লিটার ৯৪৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়াও প্রতি লিটার পাম তেলের দাম ১৪৫ টাকা করা হয়েছে।

এর আগে গত ৩ আগস্ট সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ানোর প্রস্তাব দিয়েছিল সংগঠনটি। প্রস্তাবে প্রতি লিটার খোলা সয়াবিন তেলের দাম ১৮০ টাকা, এক লিটারের বোতলজাত সয়াবিন তেল ২০৫ টাকা এবং পাঁচ লিটারের বোতল ৯৬০ টাকা করার কথা বলা হয়েছিল।

পরে আজ মঙ্গলবার সংগঠনটি বিজ্ঞপ্তি দিয়ে বোতলজাত সয়াবিন তেলের নতুন দামের কথা জানিয়েছে।

/আরএম

Related Articles

Leave a Reply

Close
Close