দেশজুড়েপ্রধান শিরোনাম

স্মার্ট বাংলাদেশ গড়াই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী

ঢাকা অর্থনীতি ডেস্ক: শিশুদের মাদক, সন্ত্রাস, ধর্মান্ধতা মুক্ত সুনাগরিক হিসেবে গড়ে উঠার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার সকাল সাড়ে ১১টার দিকে গাজীপুরে ৩২তম এশিয়া প্যাসিফিক ও ১১তম জাতীয় স্কাউট জাম্বুরির সমাপনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান।

২২ লাখ স্কাউটের সংখ্যা ২০৩০ সালে ৩০ লাখে উন্নিত করার ঘোষণা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, স্কাউটিং নৈতিক শিক্ষা দেয় তাই স্কুল কলেজের পাশপাশি মাদ্রাসাগুলোতেও স্কাউটিং ব্যবস্থা করতে হবে।

৯ দিন ধরে চলতে থাকা গাজীপুরের জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে চলমান ৩২তম এশিয়া প্যাসিফিক ও ১১তম জাতীয় স্কাউট জাম্বুরীর সমাপনী আজ। সমাপনী পর্বের প্রধান অতিথি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসে পৌঁছান বেলা ১১টার কিছু সময় আগে। এসময় প্রধানমন্ত্রীকে স্বাগত জানান বাংলাদেশ স্কাউটসের উর্ধ্বতন নেতৃবৃন্দ। এরপর প্রধানমন্ত্রীকে জাম্বুরী স্কার্ফ ও ব্যাজ পড়িয়েছেন স্কাউটসরা।

স্কাউটদের উদ্দশ্যে প্রধানমন্ত্রী বলেন, আজকের সকল শিশু সুনাগরিক হিসেবে গড়ে উঠবে আগামী দিনের জন্য। শিশুদের নেতৃত্বে এগিয়ে যাবে আগামীর বাংলাদেশ। এজন্য রোবটিকস, ডিজিটাল তথ্য প্রযুক্তিতে দক্ষ করে ২০৪১ সালে স্মার্ট জনগোষ্ঠী হিসেবে গড়ে তুলবে সরকার বলে জানান প্রধানমন্ত্রী।

বক্তব্য শেষে স্কাউটরা বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। প্রধানমন্ত্রী উপভোগ করেন এই মনমুগ্ধকর পরিবেশনা।

Related Articles

Leave a Reply

Close
Close