তথ্যপ্রযুক্তি

স্মার্টফোনে ১৩ মিনিট চার্জ দিলেই চলবে ২ দিন!

ঢাকা অর্থনীতি ডেস্কঃ স্মার্টফোনের বাজারে এগিয়ে থাকতে অভিনব কিছু করার চেষ্টা করছে সবকটি মোবাইল ফোন উত্পাদনকারী সংস্থা। দীর্ঘস্থায়ী ব্যাটারি, শক্তিশালী র‍্যাম ও প্রসেসর, ভাল মানের ক্যামেরা সেনসর ইত্যাদি দিয়ে ক্রেতাকে আকর্ষণ করার চেষ্টা করছে সব স্মার্টফোন প্রস্তুতকারকরা।

তারই ধারাবাহিকতায় আল্ট্রা ফাস্ট চার্জিংয়ের প্রযু্ক্তির স্মার্টফোন নিয়ে আসছে ভিভো।

ভিভোর দাবি, এই বিশেষ প্রযুক্তির চার্জিং ব্যবস্থায় মাত্র ১৩ মিনিটেই ফুল চার্জ হবে ব্যাটারি। ৫ মিনিটেই হবে ৫০% চার্জ। নতুন এই চার্জিং ব্যবস্থাকে সুপার ফ্ল্যাশচার্জ ১২০ ওয়াট বলে অভিহিত করছে ভিভো।

সেপ্টেম্বরে অবমুক্ত হচ্ছে ভিভো নেক্স ৩। এতেই ফাস্ট চার্জিংয়ের প্রযুক্তি থাকছে বলে জানিয়েছে ভিভো।

শুধু তাই নয়, ব্যাটারিতে প্রায় ২ দিন পর্যন্ত চার্জ থাকবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সে জন্য ৬,৪০০ এমএএইচ ব্যাটারি থাকবে ওই স্মার্টফোনে। ফলে সাধারণ ব্যবহারে প্রায় ২ দিন চার্জ থাকবে এতে।

দীর্ঘস্থায়ী ব্যাটারি ছাড়াও ভিভো নেক্স ৩ ফোনের স্ক্রিন-টু-বডি রেশিও ৯৯.৩%। থাকছে ৬৪ মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর।

 সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে দ্রুত চার্জিংকেই হাতিয়ার করতে চাইছে ভিভো।

Related Articles

Leave a Reply

Close
Close