তথ্যপ্রযুক্তিপ্রধান শিরোনাম

স্বয়ংক্রিয়ভাবে মুছে যাবে হোয়াটসঅ্যাপের মেসেজ

ঢাকা অর্থনীতি ডেস্কঃ হোয়াটসঅ্যাপ অদৃশ্য বার্তা নামে একটি ফিচারের পরীক্ষামূলক ব্যবহার শুরু করেছিল গত অক্টোবরে। সেই ফিচারটি এবার তাৎক্ষণিক বার্তা প্রেরণকারী এই অ্যাপটির বেটা সংস্করণে আনুষ্ঠানিকভাবে যুক্ত হলো। ওয়াবেটাআই-ইনফোর এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। ওয়েবসাইটটি মূলত  হোয়াটসঅ্যাপের পরিবর্তন এবং নতুন ফিচারগুলো ট্র্যাক করতে পারে। ওয়েবসাইটটির প্রতিবেদন অনুযায়ী হোয়াটসঅ্যাপের ২.১৯.৩৪৮ বেটা সংস্করণে এই অদৃশ্য বার্তা ফিচারটি যুক্ত করা হয়েছে। তবে এটি এখনও ডেভেলপমেন্ট পর্যায়ে রয়েছে। তাই বেটা ব্যবহারকারীরা এখনই এটি দেখতে পাবেন না।

নতুন এই ফিচারটি আপাতত গ্রুপ চ্যাটের জন্য থাকবে এবং কেবলমাত্র সেই নির্দিষ্ট গ্রুপের অ্যাডমিনরাই অদৃশ্য বার্তাগুলো দৃশ্যমান করতে পারবে। গ্রুপ বার্তা মুছুন অপশনটি গ্রুপ সেটিংসে পাওয়া যাবে।

গ্রুপ অ্যাডমিনরা নতুন বার্তাগুলো মুছে ফেলার আগে সেগুলো কতদিন স্থায়ী হবে তা নির্বাচন করতে পারবে। প্রতিবেদনে অন্তর্ভুক্ত স্ক্রিনশট অনুসারে ছয়টি অপশন তারা নির্বাচন করতে পারবে- বন্ধ, ১ ঘণ্টা, ১ দিন, ১ সপ্তাহ, ১ মাস এবং ১ বছর। তারা যে অপশনটিই নির্বাচন করুক না কেন তা চ্যাটটির সব সদস্যের জন্য প্রযোজ্য হবে।

এর আগে ওয়াবেটাআই-ইনফো যখন হোয়াটসঅ্যাপের বেটা সংস্করণ ২.১৯.২ তে এই অদৃশ্য বার্তা ফিচারটি চিহ্নিত করেছিল তখন গ্রুপ চ্যাটে কোনও অদৃশ্য বার্তার মেয়াদ শেষ হওয়ার সময় হিসেবে ব্যবহারকারীরা পাঁচ সেকেন্ড বা এক ঘণ্টার মধ্যে যেকোনও একটি অপশন বেছে নেওয়া যেতে। তবে ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করার আগে হোয়াটসঅ্যাপের এই ফিচারটিতে আরও পরিবর্তন আনার সম্ভাবনা রয়েছে। এমনকি এটি আইওএস -এও উন্মুক্ত করার সম্ভাবনা রয়েছে। সূত্র: গেজেটসনাউ

#এমএস

Related Articles

Leave a Reply

Close
Close