দেশজুড়ে
স্বেচ্ছাসেবক দল খুলনা মহানগর শাখার প্রথম মত বিনিময় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদকঃ
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের খুলনা মহানগর শাখার প্রথম মত বিনিময় সভা মঙ্গলবার সকাল ১১ টায় কেডি ঘোষ রোডস্থ দলীয় কার্য্যালয়ে অনুষ্ঠিত হয়।
মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মিরাজুর রহমান মিরাজের সভাপতিত্বে এবং সদস্য সচিব ইস্তিয়াক আহমেদ ইস্তির সঞ্চালনায় মত বিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন নগর বিএনপির সম্মানিত আহবায়ক এড শফিকুল আলম মনা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন।
আরো বক্তৃতা করেন মহানগর বিএনপির যুগ্নআহবায়ক একরাম হক হেলাল, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ সভাপতি জামাল হোসেন তালুকদার, সিনিয়র যুগ্ন আহবায়ক মুন্তাসির আল মামুন, সাবেক সহ সভাপতি ময়েজ উদ্দিন চুন্নু, হেলাল ফরাজি, সাইফুল ইসলাম মল্লিক, মহিদুল ইসলাম, আল আমিন হোসেন, জাহিদুল ইসলাম বাচ্চু, শেখ বিল্লাল হোসেন, আলাউদ্দীন তালুকদার, এমদাদ মোড়ল, আল আমিন সর্দার রতন, মঞ্জুর শাহীন রুবেল, মিজান সর্দার, নজরুল ইসলাম বাবু,রিপন শিকদার, মাসুম পারভেজ পলাশ, অহিদুজ্জামান রনি, শেখ মোতালেব হোসেন, ইদ্রিস হোসেন সোহান, সিরাজুল ইসলাম, তুহিন খন্দকার, নাঈম হাসান হাসিব,মেহেদি হাসান মামুন, আইয়ুব সিদ্দিকী মিলন, রফিকুল ইসলাম বাবু, মানিক সর্দার, আবুল কালাম কালু,মাহবুব হাসান জসি, মিরাজুল ইসলাম রানা, খলিলুর রহমান, রফিকুল ইসলাম, আরমান হোসেন, শেখর রয়, রাকিবুল ইসলাম রাকিব, মাসুম বিল্লাহ, জুবায়ের হোসেন পপিন, মিরাজ শাহিন শুভ, পলাশ, রাহুল, সোহাগ, পাভেল, তারেক, কাজল, মাহমুদুল হাসান শিমুল, মীর আল আমিন, সাইদুল ইসলাম তুহিন, মো সবুজ প্রমুখ।
সভায় বক্তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় বিএনপির ৩১ দফা বাস্তবায়ন এবং আগামীর স্বপ্নের বাংলাদেশ গড়ার প্রত্যয়ে স্বচ্ছ, পরিচ্ছন্ন এবং সুশৃঙ্খল স্বেচ্ছাসেবক দলের প্রত্যাশা ব্যাক্ত করেন।
সভা থেকে খুব দ্রুততম সময়ে নগরীর ৫ টি থানা ও ২ টি ইউনিয়ন পূনর্গঠন এবং আগামী ২৪ ফেব্রুয়ারী নগর বিএনপির সম্মেলন সফল করতে সর্বোচ্চ প্রস্তুতি গ্রহনের সিদ্ধান্ত গ্রহন করা হয়।