সাভারস্থানীয় সংবাদ
স্বাস্থ্য বিধি অমান্য; সাভারে পথচারীসহ বিভিন্ন রেস্টুরেন্টকে আর্থিক দন্ড (ভিডিও)
নিজস্ব প্রিতিবেদক: সাভারে করোনা ভাইরাস প্রতিরোধে স্বাস্থ্য বিধি অমান্য ও মুখে মাস্ক না পড়ায় পথচারীসহ কয়েকটি রেষ্টুরেন্টকে ৬১ হাজার ৭০০ টাকা আর্থিক জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ বুধবার(১৭ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মাহফুজের নেতৃত্বে সাভার সিটি সেন্টারের একটি ফার্মেসী দোকান, বাজার বাসষ্ট্যান্ডের নীহারিকা, মোল্লা ও থানা রোডের দিগন্ত রেষ্টুরেন্টকে আর্থিক জরিমানা করা হয়। এসময় মাস্ক না পড়ায় ৬ পথচারীকেও আর্থিক জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান,সরকার সীমিত পরিসরে সবকিছু খুলে দেয়ার পরে আমরা জনগণকে স্বাস্থ্য বিধি মেনে সবকিছু করার জন্য তাগিদ দিয়ে আসছি। নিয়মিত মনিটরিংয়ের অংশ হিসেবে আমরা অপরাধ প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনার অংশ হিসেবে মাস্ক পরিধান না করা, বেশী মূল্য রাখা এবং স্বাস্থ্য বিধি না মানায় ও অস্বাস্থ্যকর পরিবেশ থাকায় কয়েকটি রেষ্টুরেন্টকে মোট ৬১৭০০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
প্রসঙ্গ গতকালও ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে পথচারীসহ কয়েকটি দোকানে মোট ২৭৪০০ টাকা আর্থিক জরিমানা করা হয়েছিল।
ভিডিও দেখুন: