দেশজুড়ে

স্বাস্থ্য পরীক্ষা শেষে ডাক্তার বললেন, মিন্নি সুস্থ আছেন

ঢাকা অর্থনীতি ডেস্কঃ স্বামী শাহনেওয়াজ রিফাত শরীফ হত্যা মামলায় আয়শা সিদ্দিকা মিন্নিকে নির্যাতন করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তার বাবা মোজাম্মেল হোসেন কিশোর। তিনি আরও দাবি করেন, মিন্নি শারীরিক ও মানসিকভাবে অসুস্থ। তবে স্বাস্থ্য পরীক্ষা শেষে চিকিৎসক বলেছেন, ‘কারাগারে সুস্থই আছেন মিন্নি’।

শুক্রবার (২৬ জুলাই) বেলা ১১টার দিকে বরগুনা কারাগারে মিন্নির স্বাস্থ্য পরীক্ষা করেন সিভিল সার্জন অফিসের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. মো. হাবিবুর রহমান। এ সময় তার সঙ্গে ছিলেন জেল সুপার আনোয়ার হোসেন।

পরে কারাগারের সামনে জড়ো হওয়া সাংবাদিকদের ডা. মো. হাবিবুর রহমান বলেন, ‘স্বাস্থ্য পরীক্ষায় মিন্নির কোনও অসুখ ধরা পড়েনি। তিনি অনেক ভালো আছেন। এত বড় একটা ঘটনা ঘটে গেলো, তাই তিনি মানসিকভাবে একটু চাপে আছেন। ভয়ের কিছু নেই, দুশ্চিন্তারও কিছু নেই। তাকে বাইরে নিয়ে চিকিৎসা দেওয়ার মতো কোনও অবস্থা এখনও তৈরি হয়নি।’

মিন্নিকে শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে কিনা, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ডা. হাবিবুর রহমান বলেন, ‘না, তেমন কোনও কিছু দেখা যায়নি। এছাড়া, মিন্নিও তেমন কিছুই বলেননি। তবে তার ঘুম খানিকটা কম হচ্ছে। সকালে ওঠার ব্যাপারে জেলখানায় কিছু নিয়ম-কানুন আছে, তাই সকালবেলা তিনি ঘুমাতে পারেন না। আমরা কারা কর্তৃপক্ষকে অনুরোধ করেছি, উনি যতটুকু রেস্ট নিতে চান যেন তা নিতে পারেন। কারা কর্তৃপক্ষও সেটা দেখবে বলে জানিয়েছে।’

মিন্নিকে উন্নত চিকিৎসা দেওয়ার ব্যাপারে তার বাবার দাবি প্রসঙ্গে ডা. হাবিবুর রহমান বলেন, ‘আমাদের কাছে তেমনটি মনে হয়নি। তবে কোনও কারণে যদি তিনি অসুস্থবোধ করেন, সেক্ষেত্রে তাকে প্রয়োজনীয় সেবা দেওয়া হবে।’

এদিকে, চিকিৎসক স্বাস্থ্য পরীক্ষা শেষে মিন্নি সুস্থ আছেন বলে জানানোর পরও তার বাবা মোজাম্মেল হোসেন কিশোর সাংবাদিকদের কাছে দাবি করেন, ‘আমার মেয়ে শারীরিক ও মানসিকভাবে অসুস্থ। তাকে ভেতরে ঠিকমতো চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে না। আমার মেয়ে যাতে চিকিৎসা সেবা পেতে পারে, তার জন্য তাকে জেলখানার বাইরে হাসপাতালে এনে ডাক্তার দেখানো উচিত।’

তিনি আরও দাবি করেন, ‘আমি যখন আমার মেয়ের সঙ্গে দেখা করেছি, তখন তাকে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে দেখেছি। আমার মেয়ে বলেছে, তার সারা শরীরে ব্যথা; রাতে সে ঘুমাতে পারে না। আমার মেয়ের কোনও ক্ষতি হলে তার দায়ভার জেল কর্তৃপক্ষকে নিতে হবে।’

এর আগে মিন্নির সঙ্গে দেখা করে তার আইনজীবী মাহবুবুল বারী আসলাম দাবি করেন, ‘মিন্নির সঙ্গে আমি দেখা করেছি। মিন্নি বলেছেন তিনি শারীরিকভাবে অসুস্থ; তার চিকিৎসা প্রয়োজন। তার চিকিৎসার জন্য বরগুনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আবেদন করলে বিচারক বলেন, এ বিষয়ে জেল কর্তৃপক্ষ সিদ্বান্ত নেবে।’

এসব বিষয়ে জেল সুপার আনোয়ার হোসেন বলেন, ‘আজকে চিকিৎসক তার স্বাস্থ্য পরীক্ষা করে দেখেছেন তেমন কোনও শারীরিক সমস্যা নেই, যাতে তাকে বাইরে নিয়ে চিকিৎসা দেওয়া লাগতে পারে।’

উল্লেখ্য, গত ২৬ জুন সকাল সাড়ে ১০টার দিকে বরগুনা সরকারি কলেজের সামনে সন্ত্রাসীরা প্রকাশ্যে রামদা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে রিফাত শরীফকে। তখন তার স্ত্রী মিন্নি হামলাকারীদের সঙ্গে লড়াই করেও তাদের দমাতে পারেননি। গুরুতর আহত রিফাতকে ওইদিন বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে বিকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় রিফাতের বাবা দুলাল শরীফ বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখ ও পাঁচ-ছয় জনকে অজ্ঞাত আসামি করে বরগুনা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় পুলিশ এ পর্যন্ত ১৪ জনকে গ্রেফতার করেছে। গত ২ জুলাই ভোরে মামলার প্রধান আসামি নয়ন বন্ড পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়। পরে মিন্নিকেও রিফাত হত্যা মামলার আসামি করে গ্রেফতার দেখানো হয়। মিন্নিসহ এ পর্যন্ত ১৩ আসামি আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে বলে পুলিশ জানিয়েছে।

Related Articles

Leave a Reply

Vyhledejte nulu mezi písmeny „o“: pouze „génius hádanek“ to Jak správně vysadit maliny na jaře: čas a postup Které potraviny skutečně napomáhají k Jak správně namazat zlaté kuře s Školní dort jako z dětství: tradiční
Close
Close