দেশজুড়েপ্রধান শিরোনাম
স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল শাখার নতুন পরিচালক ডা. ফরিদ
নিজস্ব প্রতিবেদকঃ স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল শাখার পরিচালক হিসেবে ডা. আমিনুল হাসানের স্থলাভিষিক্ত হয়েছেন ডা. ফরিদ হোসেন।
বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে তাকে নতুন পরিচালক হিসেবে নিয়োগ দেয়া হয়। আগের পরিচালক ডা. আমিনুল হাসানকে ওএসডি করা হয়েছে। এছাড়া আগের পরিচালক ডা. আমিনুল হাসানকে ওএসডি করা হয়েছে।
গতকাল বুধবার (২২ জুলাই) অধিদপ্তরের পরিচালক ডা. আমিনুল হাসানকে অব্যাহতি দেয়া হয়। রিজেন্ট হাসপাতালের লাইসেন্স নেই জানার পরও করোনা চিকিৎসার জন্য অনুমোদন দেয়া, হাসপাতালের জনবল ও অবকাঠামো ঠিকঠাক আছে জানিয়ে প্রতিবেদন দেন তিনি। পাশাপাশি রিজেন্টকে অর্থ ছাড়ের জন্য বার বার মন্ত্রণালয়ে সুপারিশও করেন ডা. আমিনুল।
এর আগে, গতকাল বুধবার স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) ডা. আমিনুল ইসলাম হাসানকে অব্যাহতি দেয়ার সিদ্ধান্ত হয়। মঙ্গলবার বিতর্কের মুখে পদত্যাগ করেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ। জনপ্রশাসন মন্ত্রণালয়ে গিয়ে জনপ্রশাসন সচিবের কাছে তিনি পদত্যাগপত্র জমা দেন।
/এন এইচ