দেশজুড়ে

স্বামীর হাত ধরে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে স্ত্রীর মৃত্যু

ঢাকা অর্থনীতি ডেস্কঃ পাবনার ভাঙ্গুড়া উপজেলায় বড়াল ব্রিজ স্টেশনে স্বামীর হাত ধরে ট্রেনে উঠার সময় ট্রেনের নিচে পড়ে গিয়ে রীনা খাতুন (৩৫) নামে এক নারী নিহত হয়েছেন।

শুক্রবার (১৪ জুন) সকালে এ ঘটনা ঘটে। নিহত রীনা পাবনার ফরিদপুর উপজেলার সদর ইউনিয়নের চিথুলিয়া গ্রামের মাসুদ রানার স্ত্রী।

ভাঙ্গুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

রেল পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে রাজশাহী থেকে ঢাকাগামী সিল্কসিটি এক্সপ্রেস ভাঙ্গুড়া বড়াল ব্রিজ রেল স্টেশনে পৌঁছায়। এ সময় রীনা খাতুন তাঁর স্বামী মাসুদ রানার হাত ধরে ট্রেনে উঠার চেষ্টা করেন। কিন্তু মানুষের প্রচণ্ড ভিড়ে তাঁরা ট্রেনে উঠতে ব্যর্থ হন। একপর্যায়ে ট্রেন ছেড়ে দিলে মাসুদ রানা ট্রেনে উঠার পর রীনার হাত ধরে তাঁকেও ট্রেনে তোলার চেষ্টা করেন। এ সময় হাত ছুটে গিয়ে ট্রেনের নিচে পড়ে যান রীনা। এতে ট্রেনের ধাক্কায় তাঁর শরীরের বিভিন্ন অংশে মারাত্মক জখম হয়। পরে মুমূর্ষু অবস্থায় রীনাকে উদ্ধার করে পাবনার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি।

প্রশাসনের সঙ্গে কথা বলে রীনার লাশটি দাফনের ব্যবস্থা করা হয়েছে বলে জানান রীনার ভাসুর রায়হান আলী।

Related Articles

Leave a Reply

Close
Close