দেশজুড়ে

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে বিদেশে পাচারের অভিযোগ

ঢাকা অর্থনীতি ডেস্কঃ বিয়ের পর সংসারের হাল ধরতে স্বামীর সঙ্গে বিদেশে যাওয়ার প্রস্তাবে রাজি হয়েছিলেন রাবেয়া আক্তার (২১)। স্বামী-স্ত্রী মিলে স্বাবলম্বী হওয়ার প্রলোভন দেখিয়ে রাবেয়াকে নিয়ে লেবাননে পাড়ি জমান স্বামী মঞ্জু মিয়া। স্ত্রীকে দালাল চক্রের হাতে তুলে দিয়ে কৌশলে দেশে ফিরে আসেন প্রতারক মঞ্জু। দালাল চক্রের হাত থেকে পালিয়ে দেশে ফিরে এসে স্বামীর নির্যাতনের শিকার হয়েছেন রাবেয়া। এ ঘটনায় স্বামীর বিরুদ্ধে বৃহস্পতিবার দিবাগত রাতে থানায় একটি (জিডি) অভিযোগ দায়ের করেন রাবেয়া। এ চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার নুরপুর গ্রামে।

 

রাবেয়া আক্তার নারায়ণগঞ্জের পুরান বন্দর চৌধুরীবাড়ী কলাবাগ গ্রামের মোহাম্মদ আলীর মেয়ে। রাবেয়া আক্তার জানান, ২ বছর আগে উপজেলার নুরপুর গ্রামের মৃত আব্দুল মালেক মিয়ার ছেলে মঞ্জু মিয়ার সঙ্গে ৫ লাখ টাকা কাবিন মূলে ইমলামি শরীয়ত মোতাবেক বিয়ে হয়।

বিয়ের ৬ মাস পর স্বামী মঞ্জু মিয়া স্ত্রী রাবেয়াকে স্বাবলম্বী হওয়ার প্রলোভন দেখিয়ে লেবাননে নিয়ে যায়। লেবাননে নিয়ে অসামাজিক কাজের জন্য ২০১৮ সালের ২১শে মে দালাল চক্রের কাছে বিক্রি করে দেয়। পরে স্বামী মঞ্জু মিয়া কৌশলে বাংলাদেশে চলে আসে।

গৃহবধূ রাবেয়া লেবাননে দালাল চক্রের কবল থেকে মুক্ত হয়ে গত ৬ই অক্টোবর দেশে ফিরে স্বামীর বাড়িতে ওঠেন। এ সময় স্বামীর বাড়িতে এসে দেখেন রুনা নামের এক মহিলাকে বিয়ে করছেন।

এ সময় রাবেয়া দালাল চক্রের কাছে বিক্রি করে দেশে ফিরে এসে দ্বিতীয় বিয়ের ব্যাপারে স্বামীকে প্রতিবাদ করে। পরে স্বামী মঞ্জু মিয়া ও দ্বিতীয় স্ত্রী রুনা মিলে রাবেয়ার ওপর অমানষিক নির্যাতন চালায়।

নির্যাতনের শিকার রাবেয়া নিরুপায় হয়ে জীবনের নিরাপত্তা চেয়ে বৃহস্পতিবার রাতে বন্দর থানায় একটি জিডি করেন স্বামীর বিরুদ্ধে। চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন গৃহবধূ রাবেয়া।

 

/আরকে

Related Articles

Leave a Reply

Close
Close