দেশজুড়ে

স্বামীর পিঠে চড়ে ভোট কেন্দ্রে রওশন

ঢাকা অর্থনীতি ডেস্কঃ গোলযোগ-সংঘাত-সহিংসতার মধ্য দিয়ে আজ রবিবার (২৮ নভেম্বর) তৃতীয় ধাপে দেশের এক হাজার ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ শুরু হয়েছে। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে।

অন্যান্য ইউনিয়নের মতো ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বিভিন্ন ইউনিয়নে তৃতীয় দফায় ইউনিয়ন পরিষদ নির্বাচন শান্তি পূর্ণভাবে অনুষ্ঠিত হচ্ছে।

রোববার দুপুর উপজেলার বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা যায়, নারী ভোটারদের সরব উপস্থিতি। সে তুলানায় পুরুষ ভোটারের উপস্থিতি ছিল কম। উৎসব মুখর পরিবেশে ভোটাররা পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করতে পারছে বলে জানান ভোটাররা। এ রিপোর্ট লেখা পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

রওশন জানান, তার বয়স যখন ৫ বছর তখন টাইফয়েডে অচল হয়ে যায় তার দুই পা। হামাগুড়ি দিয়ে চলতে হয় তাকে।

এসময় একজন পুরুষের পিঠে চড়ে কেন্দ্রে ভোট দিতে আসেন রওশন আক্তার নামের এক নারী। সম্পর্কে তারা স্বামী-স্ত্রী। ত্রিশাল উপজেলায় আমিরাবাড়ী ইউনিয়নের ৯৮ নম্বর কাঁচাচড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ভোট দেন তিনি।

ভোট দিয়ে তিনি বলেন, আমি আমার মূল্যবান ভোটটা নষ্ট করতে চাই না। তাই ভোট দিতে এসেছি। ভোট দিতে পেরে খুব ভালো লেগেছে।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close