দেশজুড়েপ্রধান শিরোনাম
স্বাধীনতাবিরোধী অপশক্তিকে নির্মূল করাই বিজয় দিবসের প্রত্যয়ঃ তথ্যমন্ত্রী
ঢাকা অর্থনীতি ডেস্কঃ স্বাধীনতাবিরোধী অপশক্তিকে নির্মূল করাই বিজয় দিবসের প্রত্যয় বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।
বুধবার (১৬ ডিসেম্বর) বিজয় দিবসে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর সড়কে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে দলীয় নেতাদের সঙ্গে পুষ্পস্তবক অর্পণ শেষে একথা বলেন তিনি।
তিনি বলেন, আজ অর্থনৈতিক, মানবউন্নয়ন, সামাজিক- সব সূচকে আমরা পাকিস্তানকে অতিক্রম করেছি। অনেক সূচকে আমরা ভারতকেও ছাড়িয়ে গেছি। এখানেই বঙ্গবন্ধু ও বঙ্গবন্ধুকন্যার সার্থকতা।
তথ্যমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু যে উন্নত রাষ্ট্র গড়তে চেয়েছিলেন, স্বাধীনতার পর মাত্র সাড়ে তিন বছরের মাথায় তাকে হত্যা করার কারণে তিনি সেই স্বপ্ন বাস্তবায়ন করতে পারেননি। তবে বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণের পথে অদম্য গতিতে এগিয়ে চলছে।
তথ্যমন্ত্রী আরো বলেন, তবে বিজয়ের ৪৯ বছর পরও স্বাধীনতাবিরোধী অপশক্তি মাঝেমধ্যে আস্ফালন করে। এর অন্যতম কারণ হচ্ছে খালেদা জিয়ার নেতৃত্বাধীন জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বিএনপি।
তথ্যমন্ত্রী বলেন, এ ষড়যন্ত্র রুখতে বিজয়ের এই দিনে আমাদের প্রত্যয়, বাংলাদেশে স্বাধীনতাবিরোধী অপশক্তিকে নির্মূল করা।
তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে পাকিস্তানের পক্ষে লড়াই করা সেই জামায়াতে ইসলামীকে বিএনপি তাদের জোটসঙ্গী করেছে, যারা বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাস করে না। তাদের সঙ্গে নিয়ে বিএনপি রাজনীতি করে আর দিবানিশি স্বপ্ন দেখে এ দেশকে কীভাবে আবার পাকিস্তান-তালেবানি রাষ্ট্র বানানো যায়। এটি অত্যন্ত দুঃখজনক।
/এন এইচ