দেশজুড়ে

স্ত্রীসহ গোয়ালন্দ থানার ওসির কারাদণ্ড

ঢাকা অর্থনীতি ডেস্কঃ রাজবাড়ীর গোয়ালন্দ থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ও তার স্ত্রী জাকিয়া ইসলামকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত।

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের মামলায় গোয়ালন্দ থানার সাবেক ওসি সাইফুল ইসলামকে সাত বছর ও তার স্ত্রী জাকিয়া ইসলাম অনুকে দুই বছর কারাদণ্ড দেয়া হয়েছে। এ ছাড়া সাইফুল ইসলামকে তিন লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরো এক বছর কারাদণ্ড দেয়া হয়েছে। তার স্ত্রীকে কারাদণ্ডের পাশাপাশি এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরো তিন মাস তাকে কারাগারে থাকতে হবে।

এ ছাড়া জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের আরেক মামলায় সাইফুল ইসলামকে পৃথক দুই ধারায় আরো সাত বছর কারাদণ্ড দেয়া হয়েছে। এ মামলায় দুদক কমিশন আইন ২০০৪ এর ২৬(২) ধারায় দুই বছর কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ৬ মাসের কারাদণ্ড এবং দুদক কমিশন আইন ২০০৪ এর ২৭(১) ধারায় পাঁচ বছর কারাদণ্ডের পাশাপাশি দুই লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরো এক বছর কারাভোগ করতে হবে।

বুধবার (২১ আগস্ট) ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক শেখ নাজমুল আলম এরায় ঘোষণা করেন।

রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। সাজা পরোয়ানা দিয়ে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

সাইফুল ইসলামের কারাদণ্ডাদেশ একসঙ্গে কার্যকর হবে বলে আদালত সূত্রে জানা গেছে। সে হিসেবে সাইফুল ইসলামকে সাত বছর কারাভোগ করতে হবে।

Related Articles

Leave a Reply

Close
Close