তথ্যপ্রযুক্তি
স্টার গ্রাহকদের ভ্রমণ অফার দিচ্ছে গ্রামীণফোন
ঢাকা অর্থনীতি ডেস্কঃ বিশ্ব পর্যটন দিবস উপলক্ষ্যে ভ্রমণ পিয়াসু স্টার গ্রাহকদের প্রতিষ্ঠানটি একটি ছাড়-অফার ক্যাম্পেইন চালু করেছে।
সেই ক্যাম্পেইনের আওতায় গ্রাহকদের জন্য বিশ্বের বিভিন্ন পর্যটন, এয়ারলাইন, হোটেল বুকিংয়ে ২০টি শীর্ষস্থানীয় ব্র্যান্ডের সহায়তায় প্যাকেজ অফার নিয়ে এসেছে এই প্রতিষ্ঠান।
রাজধানীর বসুন্ধরায় অবস্থিত জিপি হাউজে বাংলাদেশের পর্যটন শিল্পের উন্নয়নে দুই দিনব্যাপী পর্যটন মেলায় উদ্বোধন করেন গ্রামীণফোনের ডেপুটি সিইও ইয়াসির আজমান।
পর্যটন ছাড়ের আওতায় গ্রাহকগণ অনলাইন ট্রাভেল এজেন্সি অ্যাগোডার মাধ্যমে ভারত, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর এবং মালয়েশিয়ায় হোটেল বুকিংয়ের ক্ষেত্রে অতিরিক্ত ১০ শতাংশ ছাড় পাবেন। অন্য দেশের ক্ষেত্রে থাকছে ৮ শতাংশ ছাড়।
আমারুমের মাধ্যমে হোটেল বুকিং ও বাসের টিকিট কিনলে ১৩ শতাংশ ছাড় পাবেন। অভ্যন্তরীণ ফ্লাইটের ক্ষেত্রে ১৫% পর্যন্ত ছাড় পাওয়া যাবে।
‘মেক আ উইশ’ এবং ট্যুরহাব বিডি ও জিপি টুরস প্যাকেজের ক্ষেত্রে যথাক্রমে ১০ শতাংশ ও ১৫ শতাংশ ছাড় পাবেন স্টার গ্রাহকরা।
/আরকে