দেশজুড়েপ্রধান শিরোনামশিক্ষা-সাহিত্য

স্কুল ড্রেস পড়লেই ৫ টাকায় দুপুরের খাবার

ঢাকা অর্থনীতি ডেস্কঃ ৫ টাকায় দুপুরের খাবার- গা’য়ে স্কুল ড্রেস থাকলেই পাঁচ টাকা দিয়ে দুপুরে ডাল, ভাত ও সবজি খাওয়া যায়। প্রতিদিন ৬০-৭০ জন শিক্ষার্থীকে নিজ হোটেলে খাওয়ান এক যুবক। শুধু স্কুল শিক্ষার্থীদের জন্য দুপুরে খাওয়ার এই ‘প্যাকেজ’ চালু করেছেন রাজশাহীর আড়ানীর হোটেল ব্যবসায়ী বিপ্লব সরকার (৩৫)।

রাজশাহীর বাঘা উপজে’লার আড়ানী পূর্বপাড়া মহল্লায় বিপ্লবের বাড়ি। আড়ানী বাজারের তালতলায় বড়াল নদের ধারে তার হোটেল ‘অন্নপূর্ণা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট’। আড়ানী মনোমোহিনী সরকারি উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা এই হোটেলে পাঁচ টাকায় দুপুরের খাবার সেরে নেয়।

এভাবে তিন বছরেরও বেশি সময় ধরে তিনি পাঁচ টাকায় শিক্ষার্থীদের দুপুরের খাবার খাওয়াচ্ছেন।

তবে টাকার অভাবে বিপ্লব শিক্ষার্থীদের জন্য সেখানে একটি ‘শৌচাগার’ (ওয়াশরুম) নির্মাণ করতে পারছেন না বলে একটি খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে রাজশাহীর বাঘা উপজেলার অন্নপূর্ণা হোটেল এন্ড রেস্টুরেন্ট উন্নয়নে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক।

রোববার (১৯ জানুয়ারি) রাতে মন্ত্রী তার গুলশানের কার্যালয়ে বিপ্লব সরকারকে ডেকে এনে শিক্ষার্থীদের জন্য একটি শৌচাগার নির্মাণ করতে নগদ ৫০ হাজার টাকা তার হাতে তুলে দেন।

খোঁজ নিয়ে জানা গেছে, ৫ টাকায় প্রতিনিদিন দুপুরে ডাল, ভাত ও সবজি খাওয়ানো ছাড়াও সপ্তাহে একদিন মাছ কিংবা মাংস খাওয়ানো হয়। প্রচার বাড়ার পর পাঁচ টাকার ক্রেতার সংখ্যা বেড়েই চলছে। তবে হোটেলটিতে খেতে হলে শিক্ষার্থীদের গা’য়ে বিদ্যালয়ের পোশাক থাকা বাধ্যতামূলক।

খাওয়ানোর আগে পোশাকের পাশাপাশি একাধিক শর্তও দিয়ে দেন বিপ্লব। এসব শর্তের মধ্যে রয়েছে, এ খাবার খাওয়ার আগে পা পরে কোনো ধরণের মুখরোচক খাওয়া যাবে না। যে পরিমাণ খাবার দেয়া হয় বিশেষ করে যতটুকু সবজি দেয়া হয় সেটা নষ্ট করা যাবে না।

বিপ্লব সরকার জানান, ক্ষুধার কষ্টটা তিনি বুঝেন। সেবার মানসিকতা থেকে আনন্দের সঙ্গে তিনি সাধ্য অনুযায়ি কাজটা করে যাচ্ছেন। তিনি জানান, কেউ যদি অ’তিরিক্ত টাকায় মাছ বা মাংস থেতে চান তাহলে পাশের জনকেও এক টুকরো দেন যেন তার মন খা’রাপ না হয়। বাবার অগোচরেই তিনি কাজটা শুরু করেছিলেন। পরে বাবা জানলেও এতে আ’পত্তি তুলেননি।

আখাউড়া পৌরসভার মেয়র মো. তাকজিল খলিফা কাজল বলেন, পাঁচ টাকায় শিক্ষার্থীদেরকে খাওয়ার বিষয়টি ইউটিউবে দেখি। এ নিয়ে বিপ্লব সরকারের সঙ্গে যোগাযোগ করা হলে হোটেলের জন্য শৌচাগার নির্মাণ জরুরি বলে জানান।

#এমএস

Related Articles

Leave a Reply

Close
Close