দেশজুড়েপ্রধান শিরোনাম

স্কুল-কলেজ খোলার মতো পরিস্থিতি এখনো হয়নি, তবে পরীক্ষার বিষয়ে চিন্তা-ভাবনা

ঢাকা অর্থনীতি ডেস্কঃ মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেছেন, স্কুল-কলেজ খোলার মতো পরিস্থিতি এখনো হয়নি। তবে পরীক্ষার বিষয়ে মন্ত্রী ও সচিব খুব জোরালো চিন্তা-ভাবনা করছেন, কীভাবে কী করা যায়।

সোমবার সচিবালয়ে মন্ত্রিসভা বৈঠকের ব্রিফিংয়ের সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক শিক্ষা ও মাদরাসা এবং কারিগরি শিক্ষা বিভাগ আলোচনা করেছে। এইচএসসি বা অন্যান্য পরীক্ষা নিয়ে শিক্ষা মন্ত্রণালয় আলোচনা করছে। বিষয়টি পর্যালোচনা করে দ্রুত একটা সিদ্ধান্ত নেবেন তারা।

তিনি বলেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব গতকালও প্রেসে উল্লেখ করেছেন, পরীক্ষার বিষয়ে তারা চিন্তা-ভাবনা করছেন।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে প্রাথমিক সমাপনীর বিষয়ে প্রধানমন্ত্রীর কাছে একটি সারসংক্ষেপ পাঠানো হয়েছে- সেই বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়েছে কিনা- জানতে চাইলে খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, না, এটা আমার নলেজের বাইরে। তবে কওমি মাদরাসার পরীক্ষাগুলো নেয়ার অনুমোদন দেয়া হয়েছে বলে জানান তিনি।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close