বিশ্বজুড়ে
স্কুলে বেঁধে রেখে যৌন নির্যাতন, বন্ধিশালা থেকে ৩০০ জন উদ্ধার
ঢাকা অর্থনীতি ডেস্ক: নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় শহর কাদুনার একটি ভবনে বেঁধে রাখা ৩শর বেশী পুরুষ ও কিশোরদের উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ গত বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে সন্দেহজনক তৎপরতার খবর পাওয়ার পর একটি মাদ্রাসা থাকা একটি ভবনে অভিযান চালায়।
পুলিশের তোলা ছবিতে, আটক ব্যক্তিদের গোড়ালি এবং কব্জিতে শিকল দিয়ে বাঁধা রয়েছে বলে দেখা যায়। এঁদের কয়েকজনের পিঠে ক্ষতচিহ্ন রয়েছে।
স্থানীয় সংবাদ মাধ্যম, আটক ব্যক্তিদের অধিকাংশই বুরকিনা ফাসো, মালি এবং ঘানার মত প্রতিবেশী দেশগুলোর নাগরিক বলে জানায়।
পুলিশ, খুব খারাপ পরিবেশে আটকে রেখে বার বার যৌন এবং বিভিন্ন নির্যাতন করার সন্দেহে বিদ্যালয়ের ৭জন শিক্ষককে গ্রেফতার করে। এসকল লোকজন কিভাবে, কেন এই বিদ্যালয়ে এসেছেন? সেখানে কি ঘটত সে বিষয়ে তদন্ত করছে।