শিক্ষা-সাহিত্য
স্কুলের মাঠেই মাশকলাইয়ের চাষ
ঢাকা অর্থনীতি ডেস্কঃ গাইবান্ধার ফুলছড়ি উপজেলার উদাখালী আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠ বন্ধ করে মাশকালাইয়ের ডাল চাষ করা হয়েছে।
ফলে অ্যাসেম্বলির জায়গা না থাকায় শিক্ষার্থীদের সমাবেশ ও খেলাধুলা বন্ধ হয়ে গেছে। এতে ক্ষোভ জানিয়েছেন অভিভাবক ও এলাকাবাসী। অবশ্য এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস দিয়েছেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি সভাপতি।
এ বিষয়ে একজন অভিভাবক বলেন, একটা শিক্ষা প্রতিষ্ঠানে কখনো আবাদ হয় না। এখানে শিক্ষার চাষ করা হয়। ছাত্রছাত্রীদের মানসিক বিকাশে প্রয়োজন খেলার মাঠ। সেখানেই মাশকলাইয়ের চাষ করা হয়েছে।
তবে সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি।
গাইবান্ধার ফুলছড়ি উদাখালী আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি আব্দুল বাকি জানান, প্রধান শিক্ষকই মাশকলাইয়ের বীজগুলো ছড়িয়েছিলো তবে প্রয়োজনে সেগুলো যেকোনো সময় তুলে দেওয়া যাবে।
উদাখালী আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা ৩০০।
/আরএইচ